প্রথম ধাপের নির্বাচনে বৈধ প্রার্থী ১৭৮৬ জন

| আপডেট :  ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১০  | প্রকাশিত :  ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১০


প্রথম ধাপের নির্বাচনে বৈধ প্রার্থী ১৭৮৬ জন

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে যাচাই-বাছাই শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ১৭৮৬ জন।

১৮ এপ্রিল, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। মাঠ পর্যায় থেকে পাঠনো তথ্য একীভূত করার পর এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

তিনি জানান, প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৮৯০ জন। এদের মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ১০৪ জনের মনোনয়নপত্র। আর বৈধ প্রার্থীর সংখ্যা ১৭৮৬ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত