ঝুঁকিতে রয়েছে বেনাপোল এক্সপ্রেসের ‘পাওয়ার রুম’

| আপডেট :  ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৩  | প্রকাশিত :  ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৩


ঝুঁকিতে রয়েছে বেনাপোল এক্সপ্রেসের ‘পাওয়ার রুম’

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রেনটির তিনটি বগি পুড়ে গেছে। এতে ট্রেনের ‘ঙ’ নম্বর বগিটিতে থাকা পাওয়ার রুম ঝুঁকিতে রয়েছে।

এই বগিটি অনবরত পানি দিয়ে ঠান্ডা রাখতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের মাত্রা কমে আসার পর উদ্ধার কর্মীরা ভেতরে মরদেহ উদ্ধার কার্যক্রমে নামে।

এদিকে, ট্রেনের তিনটি বগির মধ্যে ঙ, চ, ছ বগি আগুনে পুড়ে গেছে৷ এর মধ্যে ঙ বগিটি ট্রেনের ইঞ্জিন (পাওয়ার রুম) রুম। আগুন না থাকলেও ফায়ার সার্ভিস কর্মীরা এই বগিতে পানি দিয়ে ঠান্ডা করছে।

একই সঙ্গে এই বডি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। এই বগির ভেতরে মরদেহ সংগ্রহের সাদা ব্যাগ নিয়ে প্রবেশ করেন উদ্ধারকর্মীরা।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত