অনিয়ম-দুর্নীতির অভিযোগে খানসামায় ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

| আপডেট :  ২৯ আগস্ট ২০২৪, ০৫:৫৬  | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২৪, ০৫:৫৬


অনিয়ম-দুর্নীতির অভিযোগে খানসামায় ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি


নিয়োগ বাণিজ্য, আর্থিক অসঙ্গতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকালে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে ছয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি মো. তাজ উদ্দিন।

কারণ দর্শানো নোটিশ পাওয়া প্রতিষ্ঠানপ্রধানরা হলেন টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায়, কাচিনীয়া মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল হাই, গোলাম রহমান শাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মালেক, আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর রায়, মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতীন্দ্রনাথ রায় ও কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন।আগামী

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিয়োগ বাণিজ্য, আর্থিক অসংগতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে অভিযোগ এনে বিভিন্ন  প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এসব প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তাদের জবাব যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবার্তা/জামান/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত