অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : টস হেরে নেপালের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

| আপডেট :  ৩১ জানুয়ারি ২০২৪, ০২:০৭  | প্রকাশিত :  ৩১ জানুয়ারি ২০২৪, ০২:০৭


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : টস হেরে নেপালের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সুপার সিক্স পর্বে নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

৩১ জানুয়ারি, বুধবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

বাংলাদেশ একাদশ : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

নেপাল একাদশ : দীপক বোহারা, অর্জুন কুমল, বিপিন রাওয়াল, আকাশ ত্রিপাঠী, দেব খানাল (অধিনায়ক), বিশাল বিক্রাম, গুলসান ঝা, দীপক বোহারা, দীপেশ কান্দেল, সুভাষ ভান্ডারি, আকাশ চাঁদ ও দুর্গেশ গুপ্তা।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত