অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ৫ বাংলাদেশী আটক

| আপডেট :  ২৮ জুন ২০২৪, ১০:৪২  | প্রকাশিত :  ২৮ জুন ২০২৪, ১০:৪২


অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ৫ বাংলাদেশী আটক

সারাদেশ

লালমনিরহাট প্রতিনিধি


লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তের তিন বিঘা করিডোর ও দহগ্রাম বিজিবি চেকপোষ্টে শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

২৮ জুন, শুক্রবার বিকালে উপজেলা তিন বিঘা করিডর এলাকায় তাদেক আটক করে বিজিবির পানবাড়ি বিজিবির সদর কোম্পানির সদস্যরা।

আটককৃত ব্যক্তিরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে মো. আক্তারু ইসলাম (৪১)  তার স্ত্রী মোছা. সোহাগী (৩৫), ও মেয়ে মোছা. লাবনী আক্তার (১৮)। একাই গ্রামের মো. আউয়াল মোকাদ্দেসের মেয়ে মোছা. মুক্তা আক্তার (৩০)  ও  মো. মহিউদ্দিনের মেয়ে মোছা. আফিয়া হোমায়রা (৩)।

বিজিবি জানায়, শুক্রবার বিকালের দিকে উপজেলার তিন বিঘা করিডোর ও দহগ্রাম বিজিবি চেকপোষ্টে দিয়ে দহগ্রাম ইউনিয়ন সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দহগ্রাম বিজিবি চেকপোষ্টে বিজিবি সদস্যরা তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করার সময় ওই শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিকদের সন্দেহজনক কথা বলায় তাদের আটক করেন।

পরে বিজিবি সদস্য জিজ্ঞাসাবাদে তারা জানান, উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল হানিফের (১৮) মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য এসেছেন। পরে তাদেরকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

বিবার্তা/তমাল/সউদ 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত