আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৪, ০৭:১৪  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৪, ০৭:১৪


আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের

খেলা

স্পোর্টস ডেস্ক


এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এদিকে বিসিবির দেয়া অনাপত্তিপত্র অনুযায়ী টুর্নামেন্টে ৩০ এপ্রিল পর্যন্ত খেলার কথা ছিল তাঁর। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে।

১৫ এপ্রিল, সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। মোস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি।

নাফিস বলেন, মোস্তাফিজের ছুটি একদিন বাড়ানো হয়েছে। ১ তারিখ ম্যাচ আছে তার, সেই ম্যাচের পরদিন সে দেশে ফিরবে।

এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মোস্তাফিজ ১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন। সেদিন চেন্নাই খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ।

জিম্বাবুয়ে সিরিজের জন্যই মোস্তাফিজকে আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে।

আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় তৃতীয় পজিশনে মোস্তাফিজ। ১১ উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত