আন্দোলনে ইবি শিক্ষক-কর্মকর্তারা, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

| আপডেট :  ৩০ জুন ২০২৪, ০৬:০৭  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৪, ০৬:০৭


আন্দোলনে ইবি শিক্ষক-কর্মকর্তারা, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

শিক্ষা

ইবি সংবাদদাতা


সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দবি করে তা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়। এ আন্দোলনের ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা সহ সকল অ্যাকাডেমিক কর্যক্রম।

৩০ জুন, রবিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

এর আগে তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

দাবিগুলো হলো- সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।

দাবি মেনে না নেয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি।

এদিকে সার্বজনীন পেনশন স্কিম হতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যাহারের এক দফা দাবিতে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আগামী ৩ জুলাই পর্যন্ত এ রুটিনে আন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট।

বিবার্তা/জায়িম/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত