আবারও বাড়লো একাদশে ভর্তির সময়

| আপডেট :  ০১ আগস্ট ২০২৪, ০৪:০৭  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২৪, ০৪:০৭


আবারও বাড়লো একাদশে ভর্তির সময়

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আবার বাড়ানো হয়েছে।  অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা দ্বিতীয় দফায় আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

১ আগস্ট, বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডসমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে অনলাইমের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়েছে।

ভর্তির নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর গত ২৮ জুলাই থেকে আবার শুরু হয় কলেজে ভর্তির কার্যক্রম। যা ১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে সেই সময়সীমা আরেক দফা বাড়ানো হলো।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত