আশুলিয়ায় কুটুরিয়ায় সড়কে গর্ত, চলাচলে দুর্ভোগ

| আপডেট :  ৩১ জুলাই ২০২৪, ০১:১৭  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৪, ০১:১৭


আশুলিয়ায় কুটুরিয়ায় সড়কে গর্ত, চলাচলে দুর্ভোগ

সাভার প্রতিনিধি


সাভারের আশুলিয়ায় বিশমাইল জিরাবো সড়কের কুটুরিয়া এলাকায় খাল দখল করে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় সড়কে বড় গর্ত হয়ে তীব্র যানজট দেখা দিয়েছে। সেই সাথে বড় গর্তটিতে যানবাহন উল্টে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গর্তে জমে থাকা নোংরা পানিতে পড়ে গিয়ে অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

কিন্তু উপজেলা প্রশাসনের খালটি উদ্ধারের কোন পদক্ষেপ না থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে দ্রুত খালটি দখলমুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, আশুলিয়া দিয়ে রাজধানীর মিরপুর, আব্দুল্লাহপুর ও উত্তরা যাওয়ার জন্য বিশমাইল জিরাবো সড়কটি অত্যন্ত ব্যস্ত সড়ক। সড়কটির দু’পাশে রয়েছে অসংখ্য ছোট বড় গার্মেন্টস। তাই প্রতিদিন সড়কটি দিয়ে অনেক যানবাহন চলাচল করে। সেই সাথে পায়ে হেটেও অনেক শ্রমিক শিল্প নিজ নিজ প্রতিষ্ঠানে যাতায়াত করেন। কিন্তু গত কয়েক বছর আগে কুটুরিয়া এলাকায় রাস্তার দু’পাশে খালটি দখল করে ভরাট করেন কিছু ব্যক্তি। যার ফলে সড়কটির কালভার্ট দিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা পানি প্রবাহ হচ্ছে না। এ জন্য কালভার্টটির কাছ পানি জমে থাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে সড়কটি দিয়ে যানবাহন চলাচলের ধীর গতি হচ্ছে। এতে করে সড়কটির দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। সেই সাথে যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে। মানুষজনও আহত হচ্ছে। খালটি দখল মুক্ত করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

গাড়ি চালকরা বলছেন, সড়কটির গর্তে ময়লা আবর্জনার পানি জমে থাকায় তারা গাড়ি নিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছেন। তিনি নিজ উদ্যোগে গর্তটি ইট দিয়ে মেরামত করার উদ্যোগ নিয়েছেন বলেও বলেন।

এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র বলেন,দ্রæত খালটি দখল মুক্ত করা হবে।

বিবার্তা/বাশার/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত