ইজতেমার বাসে মাদক পাচার, ‘ভণ্ড’ মুসুল্লি আটক

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮


ইজতেমার বাসে মাদক পাচার, ‘ভণ্ড’ মুসুল্লি আটক

সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রাম থেকে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে মুসুল্লিদের নিয়ে ছেড়ে যাওয়া একটি বাসে মুসুল্লি সেজে গাঁজা পাচারের সময় আঙুর হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার।

এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ছদ্মবেশে বিশ্ব ইজতেমার বাসে মুসুল্লি সেজে মাদক পরিবহণ করে ঢাকায় যাওয়ার সময় অন্যান্য মুসল্লিদের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত নাগেশ্বরীর আঙ্করনগর নতুন বাজার গ্রামের মাদক কারবারি মো. আঙুর হোসেনকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইজতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের একটি টিমের অভিযানে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিবার্তা/বিপ্লব/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত