উত্তরা থেকে বিএনপি নেতা মঈন খান আটক

| আপডেট :  ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:০৮  | প্রকাশিত :  ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:০৮


উত্তরা থেকে বিএনপি নেতা মঈন খান আটক

রাজনীতি

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আব্দুল মঈন খানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ ড. আব্দুল মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে জেনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।

জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তি ও দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি’র কালো পতাকা মিছিলে অংশ নেন বিএনপি নেতা মঈন খান। উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত