উত্তরা-মতিঝিল রুটে সকাল-সন্ধ্যা ছুটবে মেট্রোরেল

| আপডেট :  ২১ জানুয়ারি ২০২৪, ১২:৩৯  | প্রকাশিত :  ২১ জানুয়ারি ২০২৪, ১২:৩৯


উত্তরা-মতিঝিল রুটে সকাল-সন্ধ্যা ছুটবে মেট্রোরেল

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা কর্মজীবী মানুষের গণপরিবহনে ওঠার ভোগান্তি নিত্য ঘটনা। অবশেষে সেই যুদ্ধের অবসান ঘটে এসেছে স্বস্তি।

এখন থেকে মেট্রোরেলে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করা যাবে। এতে উত্তরা-মতিঝিল রুটে অফিসে যাতায়াত করা যাত্রীরা পাচ্ছেন বিশেষ সুবিধা।

শনিবার (২০ জানুয়ারি) প্রথমবারের মতো উত্তরা-মতিঝিল রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত চলাচল শুরু করেছে মেট্রোরেল। সপ্তাহের মঙ্গলবার বাদে বাকি ছয় দিন যাত্রীদের নিয়ে সকাল-সন্ধ্যা ছুটবে মেট্রোরেল।

গত ৩১ ডিসেম্বর সবশেষ মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ানবাজার স্টেশন চালু হয়। এর মধ্য দিয়ে এমআরটি-৬ লাইনের উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনে চালু হলো মেট্রোরেল।

মেট্রোরেলের বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, সারাক্ষণই যাত্রীদের ভিড় ছিল। তবে সন্ধ্যার পর মতিঝিল, শাহাবাগ ও ফার্মগেট স্টেশনে ছিল অফিস শেষে বাড়ি ফেরা যাত্রীদের সংখ্যা বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ছিল শিক্ষার্থীদের বাড়ি ফেরার চাপ।

মতিঝিল স্টেশন ঘুরে দেখা যায়, সন্ধ্যায় যাত্রীদের স্টেশন থেকে নেমে সড়ক পর্যন্ত লম্বা লাইন। কারও মনে স্বস্তি, কারও আবার মেট্রোরেলে চড়ার উল্লাস।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত