একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি

| আপডেট :  ১৬ মে ২০২২, ০৮:৫৭  | প্রকাশিত :  ১৬ মে ২০২২, ০৮:৫৭

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বিষয়ে আবারও পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৬ মে) বৈদেশিক ভ্রমণ সীমিত করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধি-শাখার উপ-সচিব আ ফ ম ফজলে রাব্বী স্বাক্ষরিত পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণে বর্ণিত বিধি-নিষেধ সকল সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থ নিয়েও সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিদেশ যেতে পারবেন না।

অর্থ বিভাগ জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হরো এবং অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ সীমিত করে প্রথম দফায় পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।

উপ-সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট/স্টাডি ট্যুর/এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

‘পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এ পরিপত্রে আরও বলা হয়, এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত