কখন ফিতরা দেয়া উত্তম?

| আপডেট :  ০৪ এপ্রিল ২০২৪, ০৯:২৩  | প্রকাশিত :  ০৪ এপ্রিল ২০২৪, ০৯:২৩


কখন ফিতরা দেয়া উত্তম?

ধর্ম

ধর্ম ডেস্ক


এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই ফিতরা দিয়ে দেয়া উত্তম। অবশ্য নামাযের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে। তবে সওয়াব কম হবে। তাছাড়া রমজানে দিলেও আদায় হবে। তবে ঈদের দিনের পর বিলম্ব করা মাকরূহ। (বুখারি ১৫০৩)

সদকাতুল ফিতর সম্পর্কে সমাজে প্রচলিত ভুল-ভ্রান্তি

সদকাতুল ফিতর মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজানুল মুবারকের শেষে ঈদুল ফিতরের দিন আদায় করতে হয়। এটি জাকাতেরই একটি প্রকার। রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তা আদায়ের তাকীদ করেছেন এবং এর নিয়ম-নীতি শিক্ষা দিয়েছেন।

এ কারণেই নবী যুগ থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মাহ ইসলামের পাঁচ রোকন ও দ্বীনের অন্যান্য মৌলিক আমল ও ইবাদতের মতো সদাকাতুল ফিতরও নিয়মিত আদায় করে আসছে। আমাদের এ অঞ্চলে তা ‘ফিতরা’ নামেই সমধিক পরিচিত।

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সুন্নাহর আলোকে এই সাদাকার বিস্তারিত আহকাম ও বিধান ফিকহের কিতাবে সংকলিত হয়েছে। সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব হয়, কাদের পক্ষ থেকে আদায় করতে হয়-এইসব বিবরণ হাদিস ও ফিকহের কিতাবে বিস্তারিতভাবে আছে।

কিন্তু আমাদের সমাজে এই ‘ফিতরা’ আদায় নিয়ে বহু ভুল ধারণা এবং কাজ প্রচলিত আছে। আমাদেরকে সর্বপ্রকার ভুল-ভ্রান্তি থেকে বেঁচে থেকে সঠিকভাবে ফিতরা আদায়ে সচেষ্ট হতে হবে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত