কলা চুরির অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আটক ১

| আপডেট :  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২  | প্রকাশিত :  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২


কলা চুরির অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আটক ১

সারাদেশ

জামালপুর প্রতিনিধি


জামালপুরের ইসলামপুরে কলা চুরির অভিযোগে শাওন (১৬) নামে এক কিশোরকে ছামিউল নামে এক মাছ ব্যাবসায়ী কর্তৃক আইন নিজের হাতে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে রাতে। এই ঘটনায় ইসলামপুর থানা পুলিশ নির্যাতনকারী মাছ ব্যবসায়ী সামিউল ইসলামের ছেলে আজিম(২০)কে আটক করেছে।

এলাবাসী জানায়, ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের ফইটুকা ছেলে মাছ ব্যাবসায়ী সামিউল ইসলাম ও তার ছেলে আজিম গংরা গত শনিবার রাত ৯টার দিকে সাবেক ভূমিপ্রতিমন্ত্রীর প্রজেক্টের ভিতর নিয়ে কলা চুরির অপবাদ দিয়ে শাওনকে আটক করে মধ্যযোগীয় কায়দায় নির্মমভাবে বেধড়ক মারধর করে। মুহূর্তের মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুরুতর আহত শাওন বর্তমানে হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।

কিশোর শাওন কলেজ পড়ুয়া একজন ছাত্র। সে পৌর শহরের পলবান্দা উজানপাড়ার এলাকার নেদা মিয়ার ছেলে।

এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নিকট অভিযুক্ত মাছ ব্যবসায়ী সামিউলের কঠোর শাস্তি দাবি করছে ভুক্তভোগী পরিবার ও সহনীয় কাউন্সিলর ছামিউল ইসলামসহ এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার।

এই ঘটনায় ইসলামপুর থানা পুলিশ সোমবার অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী সামিউল ইসলামের ছেলে আজিম (২০) কে আটক করেছে।

বিবার্তা/ওসমান/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত