কাউখালীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

| আপডেট :  ২০ জানুয়ারি ২০২৪, ০৭:২৪  | প্রকাশিত :  ২০ জানুয়ারি ২০২৪, ০৭:২৪


কাউখালীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

সারাদেশ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সহিংসতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন উপজেলা কমিটি।

২০ জানুয়ারি, শনিবার বিকেলে দেশব্যাপী বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কর্মসূচির অংশ হিসেবে কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ীর সামনের সড়কে এই মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে কাউখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার বলেন, দেশব্যাপী নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা হয়েছে তা কোনো মতেই কাম্য নয়।সঠিক বিচারের মাধ্যমে সহিংসতাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা কিরণ হালদার, সাংগঠনিক সম্পাদক মানিক কর, প্রচার সম্পাদক সুজিত সাহা, কাউখালী ইউনিয়ন শাখার সভাপতি সজল কর্মকারসহ অন্যরা।

বিবার্তা/রবিন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত