কারও দুর্নীতির বিষয়ে অবহিত হলে তখন ব্যবস্থা নেয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

| আপডেট :  ২৭ জুন ২০২৪, ০৭:৩২  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৪, ০৭:৩২


কারও দুর্নীতির বিষয়ে অবহিত হলে তখন ব্যবস্থা নেয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে থাকা উচিত না যা উন্নয়ন বাধাগ্রস্ত করে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে দুর্নীতি একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। যদি কখনও কারও দুর্নীতির বিষয়ে অবহিত হই তখন ব্যবস্থা নেয়া হবে।

২৭ জুন, বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করে। তাই কেউ বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি নেই।

মো. তাজুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে প্রকৌশলীরা কাজ করে। সেখানে দশমিক ৫ শতাংশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

মন্ত্রী বলেন, জলাবদ্ধতা যথেষ্ট কমেছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হয়। বেশি ভারি বৃষ্টি হলে পানি সরে যেতে সময় লাগে। তাই বলতেই হবে ড্রেনেজ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত