কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের পদত্যাগ

| আপডেট :  ১১ আগস্ট ২০২৪, ০১:০২  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২৪, ০১:০২


কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের পদত্যাগ

শিক্ষা

কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি ও দুই হলের দুই হাউজ টিউটর পদত্যাগ করেছেন।

১০ আগস্ট, শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর-মো. জাহিদ হাসান, অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা সন্ধ্যায় পদত্যাগ পত্র জমা দেন।

এছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউজ টিউটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান।

এ ব্যাপারে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুক চৌধুরী বলেন, ‘আমি প্রক্টরিয়াল বডির সকলের এবং দুই হলের হাউজ টিউটরের পদত্যাগপত্র পেয়েছি। এই বিষয়ে প্রশাসনকে অবগত করবো।’

বিবার্তা/প্রসেনজিত/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত