কেনিয়ায় লরির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

| আপডেট :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯  | প্রকাশিত :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯


কেনিয়ায় লরির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক


পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরি বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৩০০ জন মানুষ। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানী নাইরোবির এমবাকাসি জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

সরকারি এক মুখপাত্র জানান, রাত সাড়ে ১১টার দিকে এমবাকাসি জেলায় গ্যাস সিলিন্ডার বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

তবে এর আগে সরকারি আরেক কর্মকর্তা জানিয়েছিলেন, একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এমবাকাসি পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন, বিস্ফোরণে মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে কেনিয়া রেডক্রস জানিয়েছে, তারা ২৭১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। আর ২৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আগুনে বাড়িঘর, গাড়িসহ বিভিন্ন দোকানপাটও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আবাসন ভবনের আশপাশের ব্লকগুলোর কাছে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

সরকারি ওই মুখপাত্র ইসাক মউওরা আরও জানিয়েছেন, আগুনের গোলা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং একটি গ্যাস সিলিন্ডার ঘটনাস্থলের কাছাকাছি এক গার্মেন্টস ও টেক্সটাইল গুদামে গিয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৫ শিশুও আছে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত