খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

| আপডেট :  ১৮ এপ্রিল ২০২৪, ০২:১০  | প্রকাশিত :  ১৮ এপ্রিল ২০২৪, ০২:১০


খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

সারাদেশ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের খানসামা উপজেলায় ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে খামারীদের মাঝে পুরষ্কার তুলে দেন তারা।

ইউএনও মো.তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজনীন নাহার প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিগণ গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর, খরগোশ,মুরগী সহ বিভিন্ন পশু-পাখি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

বিবার্তা/জামান/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত