গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

| আপডেট :  ৩১ আগস্ট ২০২৪, ০৭:৩৮  | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২৪, ০৭:৩৮


গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাটে ৩০ আগস্ট, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি ইলেকট্রিক দোকানে ইলেকট্রিশিয়ান কাজ শেষে রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। অসাবধানতাবশত দোকানে বৈদ্যুতিক বোর্ডের সাথে মোবাইল ফোনের চার্জার লাগানো অবস্থায় ছিল। সেই মোবাইল চার্জার শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিবার্তা/খালেক/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত