চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নেতা গ্রেফতার

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২৪, ০২:০০  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২৪, ০২:০০


চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নেতা গ্রেফতার

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পলাতক নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

৮ এপ্রিল, সোমবার  সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, তাওহীদের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। সেই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। অবশেষে রবিবার (৭ এপ্রিল) চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, ২০১৬ সালে ঢাকায় একটি কলেজের ছাত্রাবস্থায় হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত হয়ে পড়ে তাওহীদ। পরে তিনি ঢাকা ছেড়ে চট্টগ্রামে গিয়ে একটি ডেন্টাল ইউনিটে (বিডিএস) অধ্যয়নরত অবস্থায় জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করতেন।

এ ছাড়া বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন বলেও জানায় র‌্যাব।

শিহাব করিম জানান, গ্রেফতারকৃত তাওহীদের তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে হিযবুত তাহরীর অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত