চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভা অনুষ্ঠিত

| আপডেট :  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯  | প্রকাশিত :  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯


চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভা অনুষ্ঠিত

শিক্ষা

চবি প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)  জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর এস এম নছরুল কদির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ০৩.০৯..২৪ তারিখ চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।সভায় শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শারিরীক সুস্থতা ও সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া কামনা করা হয়। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের অপরিসীম আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও রাষ্ট্রপরিচালনায় তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তৎপরবর্তীকালে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফল নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।

বিবার্তা/মহসিন/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত