চবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স অনুষ্ঠিত

| আপডেট :  ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬  | প্রকাশিত :  ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬


চবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স অনুষ্ঠিত

শিক্ষা

চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ৮টি দেশের ৫২০ এর অধিক গবেষক তাদের গবেষণা প্রবন্ধ তুলে ধরেন।

২৭ জানুয়ারি, শনিবার ‘‘আগামী প্রজন্মের জীবপ্রযুক্তি: অসাধারণত্বের পথে” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এর সভাপতি ও ইমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

ড. এ কে আজাদ চৌধুরী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সময়কালে টেকসই উন্নয়ন এবং ভীষণ ২০৪১ বাস্তবায়নে জীব প্রযুক্তির পরিচর্যা এবং প্রসারের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, করোনাকালীন সময়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক – শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তাই প্রমাণ করে এ সময়ে জীবপ্রযুক্তি গবেষণার গুরুত্ব। এই বিষয়ে গবেষণা এগিয়ে নিতে তিনি উৎসাহ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেনসহ আরো অনেকেই।

বৈজ্ঞানিক প্রবন্ধ আলোচনায় মূল বক্তব্য প্রদান করেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রফেসর ড. উৎপল বোরা। এপটামার নামে প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কীভাবে ক্যান্সারকে অনেক সহজে ও কম খরচে শনাক্তকরণ সম্ভব তা তিনি উপস্থাপন করে দেখান।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের  প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান তুলে ধরেন গ্রিন হাউজ ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কীভাবে জলবায়ু সহিষ্ণু উদ্ভিদ উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক এবং আইসিডিডিআরবি’র সিনিয়র সাইন্টিস্ট ড. মোস্তাফিজুর রহমানসহ আরো অনেক গবেষক তাদের গবেষণা প্রবন্ধ তুলে ধরেন।

সম্মেলনে অন্যান্য আয়োজনের অন্তর্ভুক্ত ছিল ক্যারিয়ার ফেয়ার, পোস্টার প্রদর্শনী (এতে ছাত্র শিক্ষকদের ২২০টি গবেষণা প্রবন্ধ প্রদর্শন করা হয়), উইমেন ইন সায়েন্স। সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিবার্তা/মহসিন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত