চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার ঈদ

| আপডেট :  ০১ মে ২০২২, ০৮:০১  | প্রকাশিত :  ০১ মে ২০২২, ০৮:০১

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হবে। রবিবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ এ তথ্য জানানো হয়।

দেশের ৬৪ জেলা থেকেই সংবাদ এসেছে। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রবিবার মাগরিবের নামাজের পর বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাস শেষে দশম মাস শাওয়াল। এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়।

হিজরি বর্ষপঞ্জি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার শাওয়াল মাসের শুরু হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত