চিত্রকর্ম চুরির অভিযোগ: ইতালির সংস্কৃতিমন্ত্রীর পদত্যাগ

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭


চিত্রকর্ম চুরির অভিযোগ: ইতালির সংস্কৃতিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


চিত্রকর্ম চুরির অভিযোগে পদত্যাগ করেছেন ইতালির জুনিয়র সংস্কৃতিমন্ত্রী ভিত্তোরিও সাগারবি। তার বিরুদ্ধে চুরি করা পণ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিবিসি জানায়, দেশটির জুনিয়র সংস্কৃতিমন্ত্রী ভিত্তোরিও সাগারবি’র বিরুদ্ধে ‘দ্য ক্যাপচার অব সেন্ট পিটার’ নামক ১৭ শতকের একটি পেইন্টিং চুরি এবং সংশোধন করার অভিযোগ আনা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী।

মিলানে ভাষণ দেয়ার আগে পদত্যাগের ঘোষণা দিয়ে সাগরবি বলেন, ‘স্বার্থান্বেষী সংঘাত এড়াতে’ পদত্যাগ করছেন তিনি।

বর্তমান সময়ে ইতালির একজন বিখ্যাত শিল্পবোদ্ধা ও সমালোচক সারবির বিরুদ্ধে ১৭ শতকের একটি পেইন্টিং চুরি এবং সংশোধন করার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগের তদন্ত করছেন প্রসিকিউটররা। জানা গেছে, ‘দ্য ক্যাপচার অব সেন্ট পিটার’ নামের চিত্রকর্মটি ২০১৩ সালে চুরি হয়ে গেছে।

এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন রুটিলিও মানেত্তি। তিনি বারোক মাস্টার কারাভাজিওর অনুসারী ছিলেন। তার আঁকা এই চিত্রকর্মটি উত্তর ইতালীয় পিডমন্ট অঞ্চলের একটি দুর্গে প্রদর্শিত হত।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মূলত সাগরবির বিরুদ্ধে অভিযোগ তিনি চিত্রকর্মটির উৎস গোপন করতে এর উপরিভাগের কোণায় মোমের গালা প্রয়োগ করেছেন। তবে সাগরবির দাবি অনুযায়ী আসল চিত্র কর্মটিই এমন। প্রায় ২০ বছর আগে তার মায়ের কেনা একটি ভিলা পুনরুদ্ধার করার সময় এটি খুঁজে পেয়েছিলেন তিনি। ২০১৩ সালে যেই চিত্রকর্মটি চুরি হয়ে গিয়েছিল আদতে সেটি একটি অনুলিপি।

ইতালির একটি গমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সালে চিত্রকর্মের ক্যানভাসটিকে ফ্রেম থেকে কেটে ফেলা হয়। এমনকি সাগরবির এক বন্ধু দুর্গ পরিদর্শনের পর চিত্রকর্মটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন।

ইতালীয় টিভি সম্প্রচারকারী রাইয়ের প্রোগ্রাম রিপোর্টের তদন্তে এই অভিযোগ উঠে এসেছে।

যিনি চিত্রকর্মটি চুরির অভিযোগ করেছিলেন সাংবাদিকদের তিনি বলেছিলেন, ক্যানভাসটি ২০১৩ সালে ফ্রেম থেকে কেটে ফেলা হয়েছিল।

তিনি বলেন, সারবির এক বন্ধু এর আগে তার দুর্গ পরিদর্শন করেছিলেন। তখন চিত্রকর্মটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

ওই প্রোগ্রামে আরও বলা হয়, সংস্কৃতিমন্ত্রীর আরেক বন্ধু পরে এক পুনরুদ্ধারকারীকে ‘দ্য ক্যাপচার অব সেন্ট পিটার’-এর একটি ক্ষতিগ্রস্ত হওয়া চিত্রকর্ম দিয়েছে।

২০১৩ সালে পিডমন্ট দুর্গের ফ্রেমের বাইরে কাটা ক্যানভাসের টুকরোটির মতো একই আকারের গর্ত ছিল ওই চিত্রকর্মে।

২০২১ সালে পুনরুদ্ধার করা চিত্রকর্মটি প্রদর্শনের জন্য রেখেছিলেন সারবি। তখন এর উপরের কোণে একটি মোমবাতি যুক্ত করা ছিল।

ফরাসি শিল্পী ভ্যালেন্টিন ডি বোলোনের একটি চিত্রকর্মের জন্যও জুনিয়র এই শিল্পমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই চিত্রকর্মটির মূল্য ৫০ লাখ ইউরো। মন্টেকার্লো থেকে এটি বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত