চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

| আপডেট :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২  | প্রকাশিত :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২


চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় তানিশা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

৫ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার সিএন্ডবি মাঠ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিশা খাতুন চুয়াডাঙ্গা একই এলাকার জীবন হোসেনের মেয়ে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় তানিশা আরবি পড়ে বাড়িতে ফিরছিল। এসময় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তানিশাকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ওপর পড়ে যায়। এতে ইজিবাইকের চাকা তানিশার পেটের ওপর দিয়ে চলে যায়। পরে তানিশাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবার্তা/সাঈদ/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত