চুয়াডাঙ্গায় ১৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার

| আপডেট :  ২৯ আগস্ট ২০২৪, ১১:০১  | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২৪, ১১:০১


চুয়াডাঙ্গায় ১৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার

সারাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গার জীবননগরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) নামের মাদক উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

২৯ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল।

৫৮ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে বিজিবি জানতে পারে জীবননগর এলাকা দিয়ে একটি বড় মাদকের চালান পাচার হবে। এরপর বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা জীবননগর ফুলের মার্কেটের সামনে শাপলা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালান।

এ সময় বাসের ভেতরে বাংকারে প্লাস্টিকের ব্যাগে মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের একটি কার্টন মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এরপর কার্টনটি বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়। পরবর্তীতে কার্টনটি খুলে ভেতরে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, জব্দ করা ক্রিস্টাল মেথের (আইস) দাম বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি ২০ লাখ টাকা। এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিবার্তা/আসিম/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত