ঝিনাইদহে চার দফা আদায়ে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

| আপডেট :  ২২ আগস্ট ২০২৪, ০৮:৪৮  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২৪, ০৮:৪৮


ঝিনাইদহে চার দফা আদায়ে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি


ম্যাটস ছাত্রদের বৈষম্য নিরসনে চার দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

২২ আগস্ট, বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ চার দফা দাবি আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করে।

মিছিলটি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর ও শহিদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, অবিলম্বে দশম গ্রেডে শুন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আদালতের রায় ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে কোন বৈষম্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চরণ করা হয়।

বিবার্তা/রায়হান/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত