টাঙ্গাইলে নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা

| আপডেট :  ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:০৫  | প্রকাশিত :  ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:০৫


টাঙ্গাইলে নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা

সারাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি


টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৯ জানুয়ারি, সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার গোড়াইল ও ইচাইল এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন তিনি।

জরিমানা প্রাপ্তরা হলেন উপজেলার গোড়াইল গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে আলমগীর মৃধা (৫০) ও যুগী গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইউসুফ মিয়া (২৭)।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, আলমগীর মৃধা বংশাই নদীর গোড়াইল এবং ইউসুফ মিয়া লৌহজং নদীর ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে নদীর পাড় কেটে মাটি বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, পরে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই দুই মাটি ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিবার্তা/ইমরুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত