টাঙ্গাইলে শিক্ষক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২


টাঙ্গাইলে শিক্ষক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সারাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি


টাঙ্গাইলের ভূইঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষক আব্দুল হক মাস্টারকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরআগে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষক ও সহকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে শিক্ষক আব্দুল হক মাস্টারকে হত্যা করা হয়েছে। নৃশংস এই হত্যার ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য একটি মহল পাঁয়তারা করছে। আমরা আমাদের সহকর্মী শিক্ষক আব্দুল হক মাস্টার হত্যার কঠোর শাস্তিসহ আসামিদের ফাঁসির দাবি জানাচ্ছি।

এসময় উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আফসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, শিক্ষক আব্দুস ছোবহান, আব্দুর রউফ তালুকদার, নূরুল হুদা, আতিকুর রহমান, শরিফুল ইসলাম, নূরুন্নবী, মাহবুব আলম, মাজহারুল ইসলাম তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার সারপলশিয়া গ্রামে শিক্ষক আব্দুল হক মাস্টার রাতের কোনো একসময়ে আসামি জাহানারা ওরফে জয়নব বেগম ও তার স্বামীসহ কয়েকজন মিলে হত্যা করে আসামি জাহানারার নিজ ঘরের সামনে বালুচাপা দিয়ে রাখে।

এরপর ১৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকালে জাহানারার বাড়ি বালুর নিচ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইরাতে শিক্ষকের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে মামলা করেন।

আসামিরা হলেন- জাহানারা ওরফে জয়নব বেগম, তার স্বামী আব্দুল বারেক, প্রতিবেশী ছবুর ও জাকির।

বিবার্তা/ইমরুল/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত