‘তর্পণ বাহকেরা’ নাটক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮

পাঠচক্রে আলোচনা করেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আনিফ রুবেদ। নাটকের মর্মকথা বর্ণনা করতে গিয়ে আনিফ রুবেদ বলেন, ‘বিশ্বের মর্মমূলে অশুভ জড়িয়ে আছে। মানুষকে জন্মসূত্রে পাপের বোঝা বইতে হয় এবং জীবনে চরম দুঃখ নেমে আসে। এ থেকে কোনোক্রমেই নিষ্কৃতি নেই। বিশ্বের মূলধারে আছে পাপ, জন্মসূত্রে মানুষ পাপের অংশীজন হয়। ফলে নিয়তি তার জীবনে ভয়াল হয়ে ওঠে এবং দেয় চরম শাস্তি। আবার মানুষ স্বীয় শক্তিবলে নিয়তিকে অতিক্রম করে যায়। তখন জীবন হয়ে ওঠে সুন্দর ও মহীয়ান।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত