দিল্লিতে স্কুলে বোমা হামলার হুমকি, আইনি পদক্ষেপ শুরু

| আপডেট :  ০২ আগস্ট ২০২৪, ১২:৩৭  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২৪, ১২:৩৭


দিল্লিতে স্কুলে বোমা হামলার হুমকি, আইনি পদক্ষেপ শুরু

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের দিল্লির বৃহত্তর কৈলাশ এলাকার একটি স্কুল বোমা হামলায় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে এ হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বোমা হামলার হুমকির পর ওই এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘দিল্লির বৃহত্তর কৈলাশ এলাকার একটি স্কুল বোমা দিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে এ হুমকি দেয়া হয়। যাতে লেখা ছিল, গতকাল (বৃহস্পতিবার) ওই স্কুলে বোমা রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্তে কিছুই পাওয়া যায়নি, আইনি পদক্ষেপ শুরু হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ দিল্লির সামারফিল্ড, জিকে-তে একটি ভুয়া বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। স্কুলটি খালি করে তল্লাশি চালানো হয়।’

দিল্লি-এনসিআরের দেড় শতাধিক স্কুল একই ধরনের ইমেইল পাওয়ার কয়েক মাসের মধ্যে এই বোমা হামলার হুমকি এলো। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ওই ইমেইল পাঠানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

দিল্লি পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব ইমেইলের আইপি ঠিকানা বুদাপেস্টে শনাক্ত করা হয়েছে এবং দিল্লি পুলিশ দ্রুতই আরও তদন্তের জন্য হাঙ্গেরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত