দৌলতপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম, জামাই আটক

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২৪, ০৩:১৫  | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২৪, ০৩:১৫


দৌলতপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম, জামাই আটক

সারাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি


কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রী ও শাশুড়িকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের মহরম প্রামাণিকের ছেলে মাসুম (৩৪) একই গ্রামে তার তালাকপ্রাপ্ত স্ত্রী সুমিতা খাতুনের বাড়িতে প্রবেশ করে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে সুমিতা খাতুন (৩২) কে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

এসময় সুমিতার আর্তচিৎকারে পাশের ঘরে শুয়ে থাকা মা মিনু খাতুন (৫৫) ছুটে আসলে তাকেও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাসুম। মা ও মেয়ের চিৎকার ও কান্নাকাটিতে ভাই আব্দুর রশিদ সহ এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারী মাসুমকে আটক করে এবং আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে প্রেরণ করে।

অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের হাতে আটক হামলাকারী মাসুমকে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি রফিকুল ইসলাম।

বিবার্তা/শরীফুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত