নড়াইলে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

| আপডেট :  ১৫ জুলাই ২০২৪, ০২:৫৬  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২৪, ০২:৫৬


নড়াইলে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নড়াইল প্রতিনিধি


নড়াইলে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৫ জুলাই, সোমবার সকালে লোহাগড়া উপজেলার নলদি ইউপির নালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের নালিয়া গ্রামের রবিন আহমেদ খানের সাথে একই গ্রামের শওকত খানের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে সোমবার সকালে স্থানীয় তৈরি ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, রবিন আহমেদ খান গ্রুপের নালিয়া গ্রামের জামশেদ খান, সবুর খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবল খান ও খয়বার খান।

অন্যদিকে শওকত খান গ্রুপের আহতরা হলেন ইন্দাদুল খান, আসাদ খান, আজাদ মোল্যা,আহাদ মোল্যা, তানজিলা বেগম ও মুন্নাফ খান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষের লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবার্তা/শরিফুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত