নড়াইলে নিরাপদ খাদ্যের পরীক্ষাগার উদ্বোধন

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০


নড়াইলে নিরাপদ খাদ্যের পরীক্ষাগার উদ্বোধন

সারাদেশ

নড়াইল প্রতিনিধি


নড়াইলে খাদ্যের গুণগতমান পরীক্ষায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করা হয়েছে। ভ্রাম্যমাণ একটি গাড়িতে ৩২টি আধুনিক যন্ত্রপাতির সংযোজনে পরীক্ষাগারটি স্থাপন করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

৮ সেপ্টেম্বর, রবিবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরীক্ষাগারটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারে উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিসান আলী, জেলা নিরাপদ খাদ্য অফিসার আদদা আন সিনা, নমুনা সংগ্রহ সহকারী রাজিব হোসেন, ল্যাব টেকনিশিয়ান মো. আবুল হাসনাত, ল্যাব এ্যাসিসট্যান্ট, জেলা সকল নিরাপদ  খাদ্য পরিদর্শক, মোহাম্মদ হাসানুজ্জামান খান লিপু প্রমুখ।

খাদ্যে ভেজাল রোধে এই পরীক্ষাগারে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল মিলবে। সেই ফলাফলের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খাদ্যে ভেজাল রোধে নড়াইলে একদিন এই পরীক্ষাগারে কার্যক্রম পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আদদা আন  সিনা।

তিনি বলেন, ভ্রাম্যমাণ পরীক্ষাগারে‘র‌্যাপিড টেস্টকিট’ ব্যবহারের মাধ্যমে খাদ্যে ভেজালের তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে। এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে। পাশাপাশি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাবেন মানুষ।

বিবার্তা/শরিফুল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত