নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫


নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

সারাদেশ

নরসিংদী প্রতিনিধি


নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জেলার মাধবদী ও পলাশ থানায় পৃথক অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

৮ সেপ্টেম্বর, রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর হতে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার এর প্রত্যক্ষ নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মাধবদী থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে আনন্দী ব্রিজের পূর্বপাশে বাংলা মার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে একটি ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড সবুজ রঙের কার্তুজ উদ্ধার করা হয়।

অপর অভিযানে পলাশ থানা পুলিশ ফুলবাড়িয়া হালদারপাড় এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মাধবদী এবং পলাশ থানায় হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নরসিংদী থেকে এ পর্যন্ত ৩টি অস্ত্র এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিবার্তা/কামাল/জেনি/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত