নির্বাচন কমিশনের পদত্যাগের গেজেট প্রকাশ

| আপডেট :  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪  | প্রকাশিত :  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪


নির্বাচন কমিশনের পদত্যাগের গেজেট প্রকাশ

বিবার্তা প্রতিবেদক


কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের গেজেট প্রকাশিত হয়েছে।

৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজমের সইয়ে কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনারের পদত্যাগের পৃথক পৃথক গেজেট প্রকাশিত হয়েছে।

প্রতিটি গেজেটেই কমিশনারের নাম উল্লেখ করে সেপ্টেম্বরে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং মহামান্য রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়।

পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং আনিছুর রহমান।

এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ অনুষ্ঠান করে সদ্য পদত্যাগ করা সিইসি কাজী হাবিবুল আউয়াল এক লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের অনুষ্ঠানটিকে সৌজন্য বিনিময় উল্লেখ করা হলেও সেই অর্থে কোনও সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। একটি লিখিত বক্তব্য পাঠ করেই তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সাংবাদিকদের কোনও প্রশ্ন তারা নেননি। এমনকি একটি প্রশ্ন করা হলে তার উত্তর না দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত