নেত্রকোণায় ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

| আপডেট :  ২৭ জুন ২০২৪, ০৪:৪২  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৪, ০৪:৪২


নেত্রকোণায় ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ

সারাদেশ

নেত্রকোণা প্রতিনিধি


নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়।

২৭ জুন, বৃহস্পতিবার সকালে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার সকাল থেকে দিনব্যাপী টাস্কফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার পর্যন্ত এসব চিনি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স এই অভিযানে অংশ নেয়।

টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে দিনব্যাপী টাস্কফোর্স চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার সময় পর্যন্ত এসব চিনি জব্দ করা হয়। অভিযানে কলমাকান্দার লেংগুরা, খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়া নামক এলাকা থেকে এই চিনি জব্দ করা হয়। এসব জব্দ করা মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে।

তিনি বলেন, কলমাকান্দার সীমান্ত এলাকার নিকটবর্তী বাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও বিক্রয় বন্ধের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনি আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত