পঞ্চগড়ে পৌরসভায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ পঞ্চগড় প্রতিনিধি

| আপডেট :  ০৯ জুলাই ২০২৪, ০৫:২১  | প্রকাশিত :  ০৯ জুলাই ২০২৪, ০৫:২১


পঞ্চগড়ে পৌরসভায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ


অতিবৃষ্টির কারণে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে করে পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া, জালাসী হঠাতপাড়া, ট্রাক টার্মিনাল এলাকার তেলিপাড়াসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচশত পরিবার পানিবন্দি হয়ে পড়েন।

রবিবার দিনভর ক্ষতিগ্রস্ত এসব পরিবারের খোঁজ খবর নেন সংরক্ষিত(৩০১) আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভানেত্রী রেজিয়া ইসলাম।

বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার, চাল ও ডাল বিতরণ করেন তিনি ।

এসময় তিনি বলেন, প্রতি বছরেই একটু ভারী বৃষ্টি হলেই এসব এলাকার বাড়িঘরে পানি উঠে। এতে করে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ পানি নিষ্কাশন জন্য পঞ্চগড়ে আমরা ৩জন এমপি রয়েছি। আমরা সকলেই মিলে একটা স্থায়ী সমাধান ব্যবস্থা করবো। যাতে একটু ভারি বৃষ্টি হলেই এসব এলাকায় জলাবদ্ধতা সৃস্টি না হয়। শেখ হাসিনা সাধারণ মানুষের সেবা করার জন্যই আমাদেরকে নির্বাচিত করেছেন । তবে এসব এলাকার মানুষদেরকেও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি ।

বিবার্তা/গোফরান/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত