পঞ্চগড়ের চুরির ঘটনায় আটক ৩, টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

| আপডেট :  ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮  | প্রকাশিত :  ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮


পঞ্চগড়ের চুরির ঘটনায় আটক ৩, টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ের বোদায় চেতনানাশক ব্যবহারের মাধ্যমে দুর্ধর্ষ বাড়ি চুরি ঘটনার মূলহোতা সহ ৩ জনকে আটক করেছে বোদা থানা পুলিশ ।

তথ্য প্রযুক্তির সহযোগিতায় গতকাল রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে চোরাইকৃত এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের আংটি, ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার জগদলগোয়ালপাড়া এলাকার আব্দুল গাফফারের পুত্র মাসুদ রানা(২৯), বোদা উপজেলার চন্দনবাড়ি মুন্সিপাড়া এলাকার আব্বাস আলীর কন্যা আটকৃত মাসুদের পরকীয়া প্রেমিকা অরসি ইসলাম রীতা (২৫) ও তেতুলিয়া উপজেলার প্রধানগঞ্জ এলাকার মৃত্যু আফজাল হোসেনের পুত্র জাকির হোসেন(৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে উপজেলার চন্দনবাড়ি মুন্সিপাড়া এলাকার একটি বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সদস্যদের অচেতন করে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে ।

এসময় বাড়ির আলমারীর ড্রয়ারে থাকা নগদ টাকা, স্বর্ণের হার, স্বর্ণের চুড়ি, স্বর্ণের দুল, স্বর্ণের চেইন, স্বর্ণের লকেট,স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যায়। এঘটনায় বাড়ির মালিক বাদি হয়ে বোদা থানায় আজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

বোদা থানার ওসি মোজাম্মেল হক চোর সিন্ডিকেটের মূল হোতা মাসুদ রানা ও তার দুই সহযোগীকে আটকরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিরা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক চুড়ি মামলার অভিযোগ রয়েছে। তথ্য প্রযুক্তির সহযোগিতা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে । বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিবার্তা/গোফরান/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত