পঞ্চগড়ের ২টি আসনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২৪, ১০:০৪  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২৪, ১০:০৪


পঞ্চগড়ের ২টি আসনে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী

সারাদেশ

পঞ্চগড় প্রতিনিধি


দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে পঞ্চগড়ের দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৬ টি রাজনৈতিক দলের ৭ জন প্রার্থী। পঞ্চগড়-১ আসনে ৪ জন ও পঞ্চগড়-২ আসনে ৩ জন।

নিবার্চন কমিশনের নিয়ম অনুযায়ী কোন আসনে মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের। কেউ এর কম ভোট পেলে তার জামানতের অর্থ বাজেয়াপ্ত হবে।

পঞ্চগড়-১ আসনে যারা জামানত হারিয়েছেন তারা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ বাদশা।  তিনি একতারা প্রতীকে নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট । এছাড়া, ন্যাশনাল পিপলস পার্টির মশিউর রহমান বাবুল আম প্রতীকে পেয়েছন ১ হাজার ৩৯৯ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮১ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মজিদ ছড়ি প্রতীকে ৭৪৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
 
নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের প্রার্থীদের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৫৭৯টি ভোট। জামানত রাখতে হলে এর মধ্যে ২৪ হাজার ৭২টি ভোট পেতে হতে হবে। যা এই চার প্রার্থীর কেউই পাননি।

অন্যদিকে, পঞ্চগড় ২ আসনে ৪ প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩ জনেই জামানত হারিয়েছেন।

এ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে ৭ হাজার ৬২৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এছাড়া বাকি ২জন প্রার্থী, তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪২০ ভোট ও বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) আহমাদ রেজা ফারুকী একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৭০ ভোট।  

নিয়ম অনুযায়ী এ আসনের প্রার্থীদের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭ হাজার ২৫২টির মধ্যে ২৫ হাজার ৯০৬ টি ভোট পেতে হতো। যা এই আসনের ৩ জন প্রার্থীর কেউই পাননি।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ টি। প্রাপ্ত বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ২৪২ টি। ভোট বাতিল হয়েছে ৯ হাজার ১০ টি। ভোট প্রদানের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ।

বিবার্তা/বিপ্লব/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত