পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

| আপডেট :  ১৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৫  | প্রকাশিত :  ১৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৫


পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ।

১৩ এপ্রিল, শনিবার এ তথ্য জানান দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। খবর এএফপির।

পুলিশ বলছে, শুক্রবার রাত আটটার দিকে বেলুচিস্তান প্রদেশের নৌশকি শহরের কাছে ছয় বন্দুকধারী একটি বাস থামিয়ে লোকজনের পরিচিতি পত্র চেক শেষে পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে আসা নয় শ্রমিককে অপহরণ করে।

স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা আল্লাহ বকশ বলেছেন, পরে মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূর থেকে এসব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

নৌশকি জেলা প্রশাসনের কর্মকর্তা হাবিবুল্লাহ মুসাখাইল বলেছেন, পুলিশ ও আধাসামরিক বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। কিন্তু হামলাকারীরা ওই সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে একই হামলাকারীরা প্রাদেশিক এক পার্লামেন্ট সদস্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুইজন নিহত হয়। হামলার সময়ে গাড়িতে পার্লামেন্ট সদস্য ছিলেন না।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে শুক্রবার রাতের এই হামলাকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘হামলাকারীদের শাস্তি পেতে হবে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত