পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭


পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

২১ সেপ্টেম্বর, শনিবার দুপুরে রাঙ্গামাটি সেনানিবাসে বিশেষ আইনশৃঙ্খলা সভার পর হাসান আরিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের বলেন, বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই, কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছেন, সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য। এর পেছনে কারা জড়িত সেটি বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এ ঘটনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করব। কোনো অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। এ জন্য সবার সহযোগিতা চাচ্ছি। যারা আইনশৃঙ্খলার অবনতি করবে তাদের কোনো ছাড় আমরা দেব না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি আবার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, হাত ভেঙে দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সবাই সহযোগিতা করবেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সহযোগিতা করবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত