পুলিশ সদর দফতরের সামনে চাকরিচ্যুতদের অবস্থান, পুনর্বহালের দাবি

| আপডেট :  ১৮ আগস্ট ২০২৪, ০৭:৪৮  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২৪, ০৭:৪৮


পুলিশ সদর দফতরের সামনে চাকরিচ্যুতদের অবস্থান, পুনর্বহালের দাবি

বিবার্তা প্রতিবেদক


আওয়ামী লীগ সরকারের অধীনে চাকরি হারানো পুলিশ সদস্যরা তাদের চাকরি ফিরিয়ে পেতে আন্দোলন করছেন। প্রায় কয়েকশত পুলিশ সদস্য রবিবার (১৮ আগস্ট) দুপুরের পর থেকে পুলিশ সদর দফতরের গেটের সামনে অবস্থান নেন, যার ফলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর দফতরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। তবে সেখানে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা অভিযোগ করছেন-তাদের বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা দাবি করছেন, যারা আদালত ও বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত। তারা নির্বাহী আদেশের মাধ্যমে চাকরি পুনর্বহালের দাবি তুলছেন।

পুলিশ কনস্টেবল মঞ্জুরুল হক জানান, করোনাকালে তার বাবা-মা আক্রান্ত ছিলেন এবং তাকে তাদের হাসপাতালে ভর্তি করানোর জন্য বাড়ি যেতে হয়েছিল। ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় তিনি ছুটিহীনভাবে বাড়ি যান, যা তাকে চাকরিচ্যুতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘চাকরি করেই তো পরিবারকে সাহায্য করি। বিপদে পরিবারকে সাহায্য না দিলে বাহিনীর পাশে থাকার মানে কী?’

অন্য পুলিশ সদস্যরা জানান, বিসিএস পুলিশ কর্মকর্তারা চাকরি ফিরে পেলেও, তারা কেন পাবেন না? বিশেষ করে যারা বিভাগীয় মামলা ও আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের চাকরি বহালের কোনো কারণ থাকা উচিত নয়।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত