পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান গ্রহণ ঢাবি শিক্ষক সমিতির

| আপডেট :  ৩০ জুন ২০২৪, ০১:২৭  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৪, ০১:২৭


পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান গ্রহণ ঢাবি শিক্ষক সমিতির

জাতীয়

ঢাবি প্রতিনিধি


সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান গ্রহণের কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আগামী ৩০ জুন (রবিবার) পূর্ণ দিবস কর্মবিরতি পালন ও দুপুর ১২.০০টা থেকে ১.০০টা পর্যন্ত কলা ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উক্ত কর্মবিরতি কর্মসূচি সফল করার লক্ষ্যে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।

উল্লেখ্য, চলমান পরীক্ষাসমূহ ও অতি জরুরী প্রশাসনিক কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত