প্রবাসীদের করোনা পরীক্ষার খরচ দেবে সরকার

| আপডেট :  ০৩ অক্টোবর ২০২১, ১১:৪৮  | প্রকাশিত :  ০৩ অক্টোবর ২০২১, ১১:৪৮

দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের করোনা পরীক্ষার খরচ বহন করবে বাংলাদেশ সরকার। শনিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান। মন্ত্রী বলেন, বিমানবন্দরে প্রবাসীকর্মীদের কভিড-১৯ আরটি পিসিআর পরীক্ষার ফি এর ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কভিড-১৯ পরীক্ষার জন্য ধার্যকৃত ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রবাসীদের কথা মাথায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। করোনা পরীক্ষার ফি সরকারিভাবে প্রদানের বিষয়টি আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আবুধাবিতে ঘোষণা করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত