প্রাক্তন প্রেমিক-প্রেমিকা স্বপ্নে আসার কারণ কী?

| আপডেট :  ০৭ জুলাই ২০২৪, ১০:০৭  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৪, ১০:০৭


প্রাক্তন প্রেমিক-প্রেমিকা স্বপ্নে আসার কারণ কী?

লাইফস্টাইল

লাইফস্টিইল ডেস্ক


দীর্ঘদিনের প্রেম ভেঙে যাওয়া নতুন কিছু নয়। প্রতিদিন কত প্রেম ভাঙছে কত প্রেম নতুন করে গড়ে উঠছে। কিন্তু জানেন কী প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা স্বপ্নে আসার মানে কী? অনেকেই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে স্বপ্নে দেখেন। ভাবেন তাহলে কী এখনও টান রয়েছে আগের সম্পর্কে? বিষয়টা কিন্তু একদম এমন নয়, জানলে অবাক হবেন।

স্বপ্নে যদি দেখেন অনেক লোকের মাঝে আপনার প্রাক্তন দাঁড়িয়ে রয়েছে। তাহলে বুঝতে হবে। আপনি নতুন সম্পর্কের মধ্যে থেকেও প্রাক্তনকে খুঁজে বেড়াচ্ছেন। প্রাক্তনকে ভুলতে পারছেন না আপনি। এ ক্ষেত্রে বর্তমান প্রেম নিয়ে আবার ভাবুন। তারপর এগিয়ে যান। নইলে এই সম্পর্কও ভাঙতে সময় লাগবে না।

স্বপ্নে যদি দেখেন প্রাক্তনের সঙ্গে আপনি ঝগড়া করছেন। তাহলে বুঝতে হবে আপনি বর্তমানে যে সম্পর্কে রয়েছেন তাতে একঘেয়েমি এসেছে। বা নতুন প্রেমে সেই টান নেই। সেক্ষেত্রে সম্পর্কে নজর দিন।

স্বপ্নে যদি দেখেন প্রাক্তনের সঙ্গে আপনি সঙ্গম করছেন। তাহলে বুঝতে হবে আপনার বর্তমান সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গতা ততটা গড়ে ওঠেনি। আপনি এখনও প্রাক্তনকেই ভালোবাসেন। সেই সম্পর্কই এখনও আপনাকে টানে।

স্বপ্নে যদি দেখেন, আপনি প্রাক্তনকে উপহার দিচ্ছেন। তাহলে বুঝতে হবে এখনও পূর্ব সম্পর্ক বয়ে নিয়ে যাচ্ছেন আপনি। কিছুতেই আগের সম্পর্ক এবং প্রাক্তনের ভাবনা থেকে বেরোতে পারছেন না। এই অবস্থায় নতুন সম্পর্ক নিয়ে সচেতন হতে হবে।

স্বপ্নে প্রাক্তনের মৃত্যু দেখলে বুঝতে হবে আপনি পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। আপনার মনে প্রাক্তনের আর জায়গা নেই।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত