ফতুল্লায় তেলবাহী ট্যাংকারের আগুন নিয়ন্ত্রণে

| আপডেট :  ২৬ জুন ২০২৪, ০৪:২৭  | প্রকাশিত :  ২৬ জুন ২০২৪, ০৪:২৭


ফতুল্লায় তেলবাহী ট্যাংকারের আগুন নিয়ন্ত্রণে

সারাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি


নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এর আগে, বুধবার বেলা দেড়টার কিছু আগে মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এই আগুনের সূত্রপাত হয়। ট্যাংকারে থাকা তেলের ড্রামগুলো একে একে বিস্ফোরিত হয়।

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, পেট্রোল ও ডিজেল ড্রামগুলোতে ভর্তি করা হচ্ছিল। ট্যাংকারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্যাংকারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা হচ্ছিল। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও কেউ হতাহত বা নিখোঁজ আছেন কি না তা এখনো আমরা নিশ্চিত নই।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত