ফেনীতে বাস ও পিকআপ সংঘর্ষে নিহত ১

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২


ফেনীতে বাস ও পিকআপ সংঘর্ষে নিহত ১

সারাদেশ

ফেনী প্রতিনিধি


ফেনীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপের চালক নিহত হয়েছে।

৪ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম মো. সাহাব উদ্দিন (২৪)। তিনি লক্ষীপুরের রায়পুর উপজেলার চর মোহন এলাকার মো. বাবুল মিয়ার ছেলে ও পেশায় একজন পিকআপ চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশের ঢাকাগামী লেনে সংস্কার ও মেরামতের কাজ চলছে। সে কারণে ঢাকাগামী লেনে সাময়িক ভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে চট্টগ্রামগামী লেনে দুই দিক থেকে যানবাহন চলাচল করছিল। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামগামী একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক মো. সাহাব উদ্দিন (২৪) আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি পথেই মারা যান। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী একটি যাত্রীবাহী ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন পিকআপ চালক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনা সংশ্লিষ্ট বাস ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত